প্রকাশকের কথা
কিশোরদের চরিত্র গঠনের জন্য মনীষীদর জীবনী আলোচনার প্রয়োজন। বাংলা ভাষার চরিত্র গঠনের উপযোগী শিশু সাহিত্য খুবই কম। আমরা “আরজু পাবলিকেশন্স” থেকে শিশু সাহিত্য প্রকাশ করার এ গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করছি। এজন্যেই “ফুটলো গোলাপ ইরান দেশে” গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। এই গ্রন্থটি প্রকাশের জন্য এর লেখক নূর মুহাম্মদ মল্লিককে ধন্যবাদ। তিনি আমাদের অনুরোধে সারা দিয়ে শিশু কিশোরদের উপযোগী করে গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থ প্রকাশের সাথে যারা জড়িত আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বইটিতে যদি কোন ভুলত্রুটি থেকে থাকে তবে তা’ আমাদের দৃষ্টিগোচর করার আবেদন জানাচ্ছি। আমরা পরবর্তী সংস্করণে বইটি আরো নির্ভুল ও আরো সুন্দরভাবে প্রকাশের চেষ্টা করবো। আমাদের প্রকাশনীর প্রথম প্রচেষ্টার ফসল হিসেবে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে এই বইটি দেখবেন বলে আমি আশা করছি।

মাওলানা আমিনুল ইসলাম

ঢাকা বুক কর্ণার

লেখকের কথা
আল্লাহর অশেষ মেহেরবানীতে “ফুটলো গোলাপ ইরানদেশে” প্রকাশিত হল। আমাদের শিশু কিশোরদের দেশের যোগ্য নাগরিক রূপে গড়ে তোলার জন্য চরিত্র গঠনের অন্য কোনো বিকল্প নেই। আর এজন্য দরকার ভাল লোকদের জীবনী সম্পর্কে অবহিত হওয়ার। ছোটদের জন্য সহজ সরল ভাষায় কোন কিছু রচনা করা খুবই কঠিন কাজ। আমি এই কঠিন কাজে হাত দিয় ইরানের কয়েকজন বিশ্ববিখ্যাত কবি, বিজ্ঞানী, চিকিৎসাবিদ ও পন্ডিত ব্যক্তি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এ ব্যাপারে যতটা যত্নের সাথে কাজ করা দরকার ছিল তা’ করতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে সে ব্যাপারে খেয়াল রাখবো। এসব মনীষীর জীবন গঠনে আগ্রহী হয় তবেই আমার শ্রম সার্থক হবে বলে মনে করি।

নূর মোহাম্মদ মল্লিক

৫৬, সিদ্ধেশ্বরী লেন, ঢাকা


পিডিএফ লোড হতে একটু সময় লাগতে পারে। নতুন উইন্ডোতে খুলতে এখানে ক্লিক করুন।




দুঃখিত, এই বইটির কোন অডিও যুক্ত করা হয়নি