লেখকঃ সৈয়দ আলী আশরাফ

লেখক পরিচিতি

সৈয়দ আলী আশরাফ

আলোকদিয়া গ্রামে ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৫ সালে ইংরেজীতে অনার্সে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৪৬ সালে এম.এ. পাশ করেন । কেমব্রিজ বিশ্ববিদ্যুলায় থেকে তিনি বি.এ. অনার্স, এম.এ. ও পি.এইচ.ডি. ডিগ্রী লাভ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৪৭ সালে লেকচারার হিসাবে যোগদান করেন । ১৯৫৪-৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের অধ্যক্ষ ছিলেন এবং তারপর ১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত করাচী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে B S B S B S uuD B D DD D S BSD ভিজিটিং প্রফেসর ছিলেন ও কানাডার ব্রানসউইক বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন । ১৯৭৪ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি সৌদী আরবের কিং। ইংরেজী বিভাগের অধ্যাপক ও প্রধান ছিলেন । তিনি কেমব্রিজ বিশ্বএসোশিয়েই এবং ফিউজউইলিয়াম কলেজের সিনিয়র মেম্বর । তিনি একাধারে কবি, সাহিত্যিক ও সমালোচক । বর্তমানে তিনি কেমব্রিজে অবস্থিত ইসলামিক একাডেমীর মহাপরিচালক এবং বাংলাদেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেক্টর । তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সদস্য । বিলেত থেকে ইংরেজীতে তার অনেকগুলি বই প্রকাশিত হয়েছে । তার মধ্যে Crisis in Muslim Education, New Horizons in Muslim Education বিশেষভাবে উল্লেখযোগ্য । বাংলা ভাষায় তার পাঁচটি কবিতার বই ‘চৈত্র যখন” ও “বিসংগতি', যৌথভাবে অনুবাদঃ প্রেমের কবিতাতে "ইভানকে ক্লেয়ার গল" "হিজরত ‘রাবাইয়াতে জাহীনি” সমালোচনামূলক গ্রন্থ “কাব্য পরিচয়', "নজরুল জীবনে প্রেমের এক অধ্যায়' প্রকাশিত হয়েছে ।

ঠিকানা