লেখকঃ ক্রিস্টোফার সি ডয়েল

লেখক পরিচিতি

ক্রিস্টোফার সি ডয়েল

ক্রিস্টোফার সি ডয়েল হলেন এমন একজন লেখক যিনি তার পাঠককে টেনে নিয়ে যান প্রাচীন সব রহস্যের মনােমুগ্ধকর দুনিয়াতে। লোকজকাহিনির আড়ালে লুকিয়ে থাকা এসব রহস্য থেকেই তৈরি করেন ইতিহাস আর বিজ্ঞানের মিশেলে৷ এক শ্বাসরুদ্ধকর কাহিনি। শৈশব থেকেই ক্ল্যাসিকাল সাহিত্য, সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি পড়ে বেড়ে উঠা ক্রিস্টোফার লেখালেখি শুরু করেন বিশ্ববিদ্যালয় থাকতেই। তার প্রিয় পরামর্শদাতাদের তালিকাতে আছেন জুল ভার্ন, এইচ জি ওয়েলস, আইজ্যাক আসিমভ, রবার্ট হেইনলেন, জে আর আর টােকেইন, রবার্ট জার্দীন আর টেরি ব্রুকস প্রমুখ। প্রথম উপন্যাস “দ্য মহাভারত সিক্রেট' প্রকাশের পাশাপাশি কর্পোরেট দুনিয়াতেও নিজের ক্যারিয়ার গড়েছেন দিল্লির সেন্ট স্টিফেন কলেজের স্নাতক আর আই আই এস কলকাতার ইকোনমিকস ও বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র ক্রিস্টোফার। সিইও এবং সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। প্রথম সারির বেশ কিছু মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে ইউএস বেসড কনসালটিং ফার্মের সাথে যৌথ অংশীদারিত্বে ভারতে গড়ে তুলেছেন স্ট্র্যাটিজিক কনসালটেন্সি সংস্থা। ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশনী থেকে বের হয়েছে। কর্পোরেট ক্যারিয়ারের অংশ হিসেবে ম্যানেজমেন্ট আর বিজনেসের উপর লেখা ক্রিস্টোফারের আর্টিকেল। বর্তমানে একজন সার্টিফায়েড এক্সিকিউটিভ কোচ হিসেবে বিভিন্ন সংস্থায় নিয়োজিত সিনিয়র এক্সিকিউটিভদেরকে সফলতা অর্জনে সাহায্য করছেন। নামক ব্যান্ড; যারা ক্ল্যাসিক রক পরিবেশনের মাধ্যমে প্রকাশ করছে সংগীতের প্রতি নিজেদের ভালোবাসা । সহধর্মিণী শর্মিলা, কন্যা শায়নায়া আর পোষা দুই কুকুর জাক ও কোডিকে নিয়ে গুড়গাঁওতে সংসার পেতেছেন ক্রিস্টোফার সি ডয়েল ।
আরো জানতে ভিজিট করুন। Www.facebook.com authorchristophercdoyle
www.christophercdoyle.com

ঠিকানা