লেখকঃ আনু মাহমুদ

লেখক পরিচিতি

আনু মাহমুদ

‘আনু মাহমুদ, কলমী নামে লেখেন বিভিন্ন ইংরেজী, বাংলা সাপ্তাহিক ও দৈনিক পত্রিকা সমূহে, বাংলাদেশ এ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস-এর সদস্য মোঃ মাহমুদুর রহমান। তার দ্বিতীয় বই বাংলাদেশে এনজিওঃ দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন, আমাদের দেশে আর্থ-সামাজিক উন্নয়ন ও সেবার কর্মকান্ডে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠান সমূহের অবস্থান, ব্যাপ্তি, প্ৰাসংগিতা, প্রভাব ও বিরাজমান দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আমাদের অবস্থান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার গতি প্রকৃতির ভিত্তিতে তিনি গ্ৰন্থিত করেছেন। ইতোপূর্বে তার অন্য একটি বই Inside Bangladesh Economy প্রকাশিত হয়েছে । মূলতঃ অর্থনীতির ছাত্র "মাহমুদ প্রশাসনিক সার্ভিস-এ যোগদান করেন তার সিভিল সার্ভিসে কাজ করার প্রত্যাশা পুরণার্থে পাবলিক সার্ভিস কমিশনের ১৯৮৫ ব্যাচের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। প্রশাসনিক সার্ভিসে যোগদানের পূর্বে তিনি গবেষণা ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থায়িতআন্তজাতিক সংস্থা সমূহে কাজ করেন। "মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্মাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্কুল ও কলেজের শিক্ষা জীবন তার জন্মস্থান পটুয়াখালীতে সম্পন্ন করেন এবং সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং পটুয়াখালী সরকারী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বিশিষ্ট রাজনীতিবিদ ও জাতীয় সংসদ সদস্য জনাব মজিবর রহমান তালুকদার- এর তিনি দ্বিতীয় সন্তান।

ঠিকানা