লেখকঃ ড. মোঃ আনোয়ারুল ইসলাম

লেখক পরিচিতি

ড. মোঃ আনোয়ারুল ইসলাম

১৯৬৯ সালে পাবনা জেলায় - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বি. এ. অনার্স ও এম. এ. ডিগ্রী এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ সন্টাডিজ · (আই. বি.এস) থেকে এম. ফিল ডিগ্ৰী লাভ কেৰ। করেন । ভারত সরকারের বৃত্তি নিয়ে দাৰ্জিলিং-এর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে। ২০০৬ সালে তিনি পি-এইচ. ডি. ডিগ্ৰী । অর্জন করেন । ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস_বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন । বর্তমানে তিনি একই বিভাগের সহযোগী অধ্যাপক । এ পর্যন্ত তার প্রায় ১২টি গবেষণা প্ৰবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে । ঔপনিবেশিক শাসনামলের সাহিত্য, ংবাদপত্র এবং সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস তার গবেষণার ক্ষেত্ৰ ।

ঠিকানা