লেখকঃ এন এম হাবিব উল্লাহ

লেখক পরিচিতি

এন এম হাবিব উল্লাহ

এন. এম. হাবিবুল্লাহ একজন সচেতন প্রতিবাদী প্রাবন্ধিক ও গবেষক। ১৯৪৭ সালের ৩রা ফেব্রুয়ারী চট্টগ্রামের পোকখালী গ্রামে তার জন্ম। পিতা মরহুম আলহাজ্ব আব্দুল জলিল (এডভোকেট) এবং মাতা গুলবাহার বেগমের চার পুত্র চার কন্যার মধ্যে তিনি দ্বিতীয় । লেখালেখি তার নেশা কিংবা পেশা নয় । তিনি লেখেন সময়ের তাগিদে, প্রয়োজনের খাতিরে। পেশাগত জীবনে তিনি একজন অধ্যাপক, গণিত শাস্ত্রে এম. এসসি (প্রথম শ্ৰেণী) তে উত্তীন হওয়ার পর সরকারী কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। এছাড়াও তিনি সার্ভিস একাডেমিতে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং লন্ডনে রয়েল ইনষ্টিটিউট অব পাবলিক এডমিনিষ্ট্রেশন হতে ম্যানেজম্যান্ট অব টেনিং বিষয়ে প্রশিক্ষন গ্রহন করেন । "রোহিঙ্গা জাতির ইতিহাস’ তার ইতিপূর্বে পত্র পত্রিকায় প্রকাশিত প্ৰবন্ধমালা একটি অনন্য সংকলন গ্রন্থ। তিনি প্রায় দু'দশক ধরে এ দেশে বিভিন্ন পত্র পত্রিকায় এ বিষয়ে লিখে আসছেন। বাংলাদেশী লেখকদের মধ্যে রোহিঙ্গাদের উপর সম্ভবত তিনিই সবাধিক প্রবন্ধ রচনা করেছেন । আমরা নিঃসন্দেহে বলতে পারি, তিনি এ গবেষনা কাজের দ্বারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন।

ঠিকানা