লেখকঃ মুহাম্মদ আবদুল বাসেত

লেখক পরিচিতি

মুহাম্মদ আবদুল বাসেত

লক্ষ্মীপুর জেলাধীন চন্দ্রগঞ্জের এক সম্রােন্ত মুসলিম ৷ পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা-মুহাম্মদ আবদুর রব, পেশায় শিক্ষক। মাতা- মাজেদা । বেগম। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। শিক্ষাগত জীবনে দুটি বোর্ড পরীক্ষায় ডাবল জি পি এ ৫.০০ (এ +) প্রাপ্ত। কৃতিত্বের সাথে এল. এল. বি (অনার্স) ও এল.এল. এম ডিগ্রী অর্জন করেন।

সংস্কৃতির চর্চাকারী হিসেবে তিনি "আদর্শ সমাজ কল্যাণ পরিষদ, লক্ষীপুর" এর প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও "বাংলাদেশ শিল্প সাহিত্য ও গবেষণা পরিষদে'র" সভাপতির দায়িত্ব পালন করেন। 

ঠিকানা