লেখকঃ আ ল ম ফজলুর রহমান

লেখক পরিচিতি

আ ল ম ফজলুর রহমান

মেজর জেনারেল আলম, ফজলুর রহমান, এনডিসি, পিএসসি ১৯৫১ সালে দিনাজপুর জেলার সদর কোতিয়ালী থানার পূর্বমােহনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে 'কাটলা মুক্তিফৌজ এন্ড ইউথ রিসেপশন ক্যাম্প” এর নেতৃত্ব দেন এবং প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ ওয়ার কোস-২ এর শিক্ষানবিস ক্যাডেট হিসেবে তিনি ভারতস্থ মুরতি একাডেমীতে প্রশিক্ষণরত অবস্থায় দেশ শত্রুমুক্ত হলে স্বাধীন সাবভৌম বাংলাদেশে ফিরে আসেন এবং ঢাকায় প্রতিষ্ঠিত ব্যাটল স্কুলে প্রশিক্ষণ গ্ৰহণ শেষে ১৯৭২ সালের ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি ঢাকার মিরপুরস্থ ডিফেনস সাভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্নি, গণচীনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে জয়েন্ট অপারেশনে ডিপ্লোমা, পাকিস্তানের ন্যাশনাল ডিফেনাস কলেজ হতে ন্যাশনাল ডিফেনস কোস এবং কায়েদে আযম আন্তজাতিক বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স এন্ড স্ট্রাটেজিক স্টাডিতে ‘মাস্টার অব সায়েন্স” ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি এলপি,আর-এ আছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক |

ঠিকানা