লেখকঃ জয়নাল হোসেন

লেখক পরিচিতি

জয়নাল হোসেন

জয়নাল হোসেন জন্মগ্রহন করেন ১১ই আগস্ট কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কুড়েরপাড় গ্রামে । তার পিতা তালেব হোসেন, মাতা ম্যাফেজ। খাতুন কৃষিবিদ চাকরি করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তার আগ্ৰহ ব্যতিক্রমী ব্যক্তি, মানুষের জীবন চরিত ও জীবনাচার, সর্বোপরি ইতিহাস । প্রকাশিত গ্ৰন্থ : ঠাকুর শঙ্খচাদ, মুর্শিদাবাদ
থেকে মধুপুর, প্রমিত দৃষ্টিপাত, সমুদ্র নন্দিনী কুতুবদিয়া শৈলসমুদ্র সান্নিধ্যে প্রেমের মায়াবী চোখ , তার প্রেম উপাখ্যান ; মাথনের কাপ এবং মানবপুত্র গৌতম ধর্ম ও জীবনাচার ।

ঠিকানা