লেখকঃ ফেরদৌস হাসান

লেখক পরিচিতি

ফেরদৌস হাসান

প্রায় দুই যুগের বেশি সময় ধরে মিডিয়ার সঙ্গে হাসান। পাশাপাশি গল্প উপন্যাসও লিখে আসছেন । ফেরদৌস হাসান ও আখতার ফেরদৌসী রানা নাম দু'টি ভিন্ন হলেও মানুষ কিন্তু একজনই । আশির দশকের শুরুতে টিভি নাটক রচনাতে আসেন। নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক মিলিয়ে দুই হাজারেরও বেশি নাটক রচনা ও পরিচালনা করেছেন । অসংখ্য ব্যবসা সফল সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনার কৃতিত্ত্বও তার বুলিতে। তার লেখা গানও আছে বেশ কিছু। তিনি একজন দক্ষ সুরকার। ফেরদৌস হাসান প্রচার বিমুখ এবং নীরবে কাজ করতেই পছন্দ করেন । রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক শেষে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে বাড়ি পালিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন।

ঠিকানা