লেখকঃ গ্রাহাম ব্রাউন

লেখক পরিচিতি

গ্রাহাম ব্রাউন

গ্রাহাম ব্রাউনের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে হলেও তার দাদাবাড়ি লন্ডনে। নানাবাড়িও যুক্তরাজ্যের সাসেক্সে । তার শিক্ষাজীবন কেটেছে পশ্চিম আমেরিকার অ্যারিজোনায় । সেখানেই তিনি ছোট বিমান চালানো শেখেন। তারপর তিনি আইন কলেজে ভর্তি হন এবং পাস করে কয়েক বছর প্র্যাকটিস করার পর উপলব্ধি করেন যে, তিনি অন্য কোনো দিকে তেমন একটা চেষ্টা করেন নি। ভেবেচিন্তে শেষমেশ ঠিক করেন তিনি লেখক হবেন ।
মাইকেল ক্রিচটন, স্টিফেন কিং আর এক্স-ফাইল কিংবা লস্টট এর মতো টিভি সিরিয়ালের দারুণ ভক্ত গ্রাহাম ব্ৰাউন । তাই তার প্রথম উপন্যাস "মায়ান কনস্পিরেসি ও রহস্য আর রোমাঞ্চ দিয়ে ভরপুর। সাথে আছে আমাজনের গহীনে শীতল ফিউশনের খোজে শ্বাসরুদ্ধকর অভিযান । যদি ২০১২ হয় শেষ, তাহলে মায়ান কনস্পিরেসি। হলো শুরু ।
গ্রাহাম এখন বাস করেন অ্যারিজোনায় । বর্তমানে তাঁর তৃতীয় উপন্যাস আর কিছু ছোটগল্প লিখছেন। লেখালেখির ফাঁকে ফাকে তার প্রিয় শাখা হলো-শীতকালে স্কিইং, গ্রীষ্মে মোটর সাইকেল চালানো অথবা সুযোগ পেলে গলফ খেলা। এতো কিছু করেও সে কখনো নিজেকে পরিপূর্ণ তৃপ্ত মনে করেন না। তাই নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। তারই ধারাবাহিকতায় একবার ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনাও আছে তার 1 তার বাবাকে সাথে করে মাঠে বসে চেলসি ফুটবল ক্লাবের খেলা দেখার কথা দিয়েছেন ।

ঠিকানা