লেখকঃ আসিফ রশীদ

লেখক পরিচিতি

আসিফ রশীদ

আসিফ রশীদ সেই সব সাংবাদিকদের একজন, যারা শুধু কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন। কাজ করেছেন দেশের শীর্ষ সংবাদপত্রগুলোয়। আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র ও সাংবাদিকতা—এ দুইয়ের মেলবন্ধন তাকে একজন শক্তিশালী আন্তর্জাতিক বিশ্লেষকে পরিণত করেছে। অনেকের মতে, দেশে বাংলা সংবাদপত্রে যারা লেখালেখি করেন, তাদের অন্যতম সেরা আন্তর্জাতিক বিশ্লেষক তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তিগুলোর ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন আসিফ রশীদ। এ নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। তিনিই প্রথম ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রথম আলো পত্রিকায় তার আত্মজীবনী গ্রন্থ 'উইংগস অব ফায়ার' ভাষান্তরের মধ্য দিয়ে।

ঠিকানা