লেখকঃ মোঃ আমিনুর রহমান

লেখক পরিচিতি

মোঃ আমিনুর রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে । বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বর্ষে পড়ার সময় থেকেই প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে লেখালেখি শুরু করেন, চলছে এখনো । তৃতীয়বর্ষে। প্রেসক্রিপশন নামের একটি সফটওয়্যার সেটি নিয়ে ১৮ ০৭-২০০৮ তারিখ প্রথম আলোর প্রজণ্ড ডট কমে এবং ২১-০৭-২০০৮ তারিখ দৈনিক ইনকিলাবে প্রতিবেদন প্রকাশিত হয়। কয়েকজন ডাক্তার এখনো এই সফটওয়্যারটি ব্যবহার করছেন । চতুর্থ বর্ষে পড়ার সময় তৈরি করেন এসএমএসে টিকেট কাটার সফটওয়্যার । ২৩-১০-২০০৯ তারিখ প্রথম আলোর প্রজণ্ড ডট কমে সেটি নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয় । তার মাস ছয়েক পর মোবাইল কোম্পানিগুলো এই ধরনের একটি সফটওয়্যার তৈরি করে ট্রেনের টিকেট কাটার জন্য ব্যবহার করেন । গত বছরের শুরুতে "আউটসোর্সিং, শুরুটা যেভাবে। শিরোনামে লেখকের এই লেখাগুলো প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে ধারাবাহিক ভাবে ছাপ। হয়েছিল । অনেকটা শখের বসেই লেখালেখি করেন । পেশা তার আউটসোর্সিং ভালোবাসেন সমরেশ মজুমদার এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়তে, সিনেমা দেখতে, আনিসুল হকের লেখা নাটক দেখতে এবং মুহম্মদ জাফর ইকবালের লেখা কলােম পড়তে | লেখকের ইমেইল এবং ফেসবুক আইডি
aminurrahman susta) facebook.com

ঠিকানা