লেখকঃ মোঃ সিরাজুল ইসলাম তালুকদার

লেখক পরিচিতি

মোঃ সিরাজুল ইসলাম তালুকদার

১৯৪১ সনে বরিশাল জেলার সদর থানায় আলেকান্দা নামক গ্রামে লেখক মােঃ সিরাজুল ইসলামের জন্ম। পৈত্রিকভাবে মুসলিম ঐতিহ্যে উদ্বুদ্ধ ‘তালুকদার বাড়ীর’ ধর্মীয় পরিবেশে মানুষ। জৈনপুরে পীরদের খাদেম পিতার তৃতীয় সন্তান। পিতার নাম মােঃ ইছমাইল তালুকদার। বরিশালের ব্রজমােহন মহাবিদ্যালয় থেকে বি,এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে এল,এল,বি। ১৯৬৭ সনে বরিশাল জেলা বারে যােগদান এবং ১৯৬৯ সনে তদানিন্তন পূর্ব পাকিস্তানের বি,সি,এস (বিচার) বিভাগের মাধ্যমে বিচার বিভাগে যােগদান। বর্তমানে তিনি জেলা জজ। বিভিন্ন কর্মস্থলের প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার প্রবন্ধকার হিসাবে পরিচিত। প্রবন্ধের উপরে প্রচেষ্টারত প্রয়াস পরবর্তীতে পুস্তক লিখতে উদ্বুদ্ধ করে এবং সেই হিসাবে ইতিপূর্বে লেখক (১) ইসলামের তওবার বিধান (২) ইসলাম ও সংগীত (৩) আল কোরানীক আইন (৪) ইসলাম ও আনন্দ পুস্তকগুলাে লিখেছেন। লেখকের হাতে আরও বেশ কয়েকটি পাণ্ডুলিপি আছে যেমন (১) ইকরা (২) মানব মূল্যায়ন (3) বেহেস্তে কে যাবেন (8) ফুল সন্দর্শন (৫) মানবতার বিচার ৬) মুরতাদ এবং রাসফ্যামী আইন (৭) বিচারসুলভ মন (Judicial mind)। লেখক প্রতিটি পুস্তকে কোরানের তথ্যকে মানুষের জীবনে ব্যবহার উপযােগী করে উপস্থাপন করছেন। ঐ ধরনের উপস্থাপনায় ইসলাম যে অনুষ্ঠান সর্বস্ব কোন ধর্ম নয় এ আলােচনাই এসেছে বেশী। লেখকের মূল কথা হলাে কোরানের কথা মানুষকে কোরানের ভাষা দিয়েই বুঝাতে হবে। তার অত্র পুস্তকটিও ঐ নীতিবােধ থেকে নিবন্ধ গ্রন্থ।

ঠিকানা