লেখকঃ অলিউর রহমান

লেখক পরিচিতি

অলিউর রহমান

ড, অলিউর রহমান। জন্ম বাগেরহাট জেলার মােড়েলগঞ্জ উপজেলার জামুয়া গ্রামে, ১৫ ডিসেম্বর ১৯৭১ সালে । গণযােগাযােগ ও সাংবাদিকতায় ১৯৯১ সালে স্নাতক সম্মান এবং ১৯৯৪ সালে এম এ ডিগ্রি অর্জন করেন। গণযােগাযােগ বিষয়ে এম ফিল ডিগ্রি লাভ করেন ২০০১ সালে। তথ্য অধিকার আইন বিষয়ক গবেষণায় তিনিই দেশের প্রথম পিএইচ.ডি. গবেষক। “সংবাদকর্মীদের তথ্য অভিগম্যতা: তথ্য অধিকার আইন প্রণয়ন-পূর্ব ও পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ” শীর্ষক অভিসন্দর্ভের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগ থেকে তিনি পিএইচ. ডি ডিগ্রি অর্জন করেন। জার্মানির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জার্নালিজম (আইআইজে) থেকে ড. রহমান সাংবাদিকতায় প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। ড. অলিউর রহমান ৭ মার্চ ১৯৯৯ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে প্রশিক্ষক পদে যােগদান করেন। পিআইবির সিনিয়র প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তিনি প্রথম আলাের পর্যালােচনা ও প্রশিক্ষণ বিভাগে এবং জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি)-এর এলজি এসপি-এলআইসি প্রকল্পের আইইসি কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ইনস্টিটিউট অব ইনােভেটিভ মিডিয়া অ্যান্ড ই-জার্নালিজম (ইমেজ)-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। বর্তমানে তিনি জার্নালিজম অ্যান্ড ইনফরমেশন রিসার্চ ইউনিক ফাউন্ডেশন (জিরাফ)-এর চেয়ারপার্সন এবং তথ্য সেবা বার্তা সংস্থা (টিএসবি)-এর নির্বাহী সম্পাদক। পেশাগত দায়িত্ব পালনের সুবাদে ইউনিসেফ ইউনেস্কো, ইউএনএফপিএ, ইউএনডিপি, কানাডিয়ান সিডা’র সহায়তা পৃষ্টপ্লজ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন যােগাযােগ ও প্রশিক্ষণ কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সুযােগ হয়েছে। সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ের ওপর এপর্যন্ত তাঁর ছয়টি বই প্রকাশিত হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকা ও জার্নালে তাঁর প্রকাশিত নিবন্ধের সংখ্যা একশ তেইশ

ঠিকানা