লেখকঃ আহমেদ রিয়াজ

লেখক পরিচিতি

আহমেদ রিয়াজ

আহমেদ রিয়াজ। ছােটদের জন্য লিখেন ছােটদের মতাে করে। তার প্রতিটা লেখাই ছােটদের জন্য নতুন অভিজ্ঞতা, নতুন মজা, নতুন আনন্দ।। লিখছেন প্রায় দুই যুগ ধরে। প্রথমআলাে, যুগান্তর, ইত্তেফাক, সমকাল, ভােরের কাগজ, যায়যায়দিন, সংবাদ, নয়াদিগন্ত, 'আমার দেশসহ বিভিন্ন জাতীয় দৈনিক এবং শিশু, নবারুণ, সাতরঙসহ বিভিন্ন শিশুকিশাের মাসিক পত্রিকায় নিয়মিত লিখছেন। গল্প, উপন্যাস, ছড়া, ফিচার, প্রবন্ধ, নিবন্ধ, অনুবাদসহ সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেন। এ সময় যারা ছােটদের জন্য লিখছেন, তাদের মধ্যে আহমেদ রিয়াজ অবস্থান করছেন। অন্য এক মাত্রায়, অন্য এক উচ্চতায়। তার গল্পের ধরন, গল্পের বৈশিষ্ট সহজেই পাঠকদের টানে।। প্রকাশিত ছােটদের জন্য বই: গল্প গল্পকুমার, পিঠে আর পিঠে, ক্যাঙর ক্যাঙ, মিনার হাতে ইচ্ছেপূরণ চেরাগ, ইচ্ছেপূরণ ভূত, সাদা হাতি কালাে গরু, আঙ্কেল গ্রেনেড ও তার দল। অনুবাদ আগুনপাহাড় (রেড ইন্ডিয়ানদের রূপকথা), জিরাফ। উপন্যাস নূপুর রহস্য।

ঠিকানা