লেখকঃ হারুন-অর রশিদ সরকার

লেখক পরিচিতি

হারুন-অর রশিদ সরকার

হারুন-অর রশিদ সরকার (একাডেমিক নাম মােঃ হারুন-অর রশিদ) জন্ম রংপুরের পীরগঞ্জ থানাধীন দুরামিঠিপুর গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স, মাস্টার্স ও এমফিল ডিগ্রীপ্রাপ্ত। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে ‘সুলতানী শাসনামলে বাংলার অর্থব্যবস্থা ১৩৩৮-১৫৩৮ খ্রিস্টাব্দ শিরােনামে পিএইচডি ডিগ্রী লাভের জন্য গবেষণারত। পেশায় ব্যাংকার, ঝোঁক সাহিত্য-সংস্কৃতির প্রতি। প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক, মাসিক নির্বর। সাবেক পরিচালক, বিকল্প সাহিত্য-সাংস্কৃতিক সংসদ, সন্দীপন সাহিত্য পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যমঞ্চ, প্রতিষ্ঠাতা যুগাআহবায়ক, দিনাজপুর সংস্কৃতিকেন্দ্র।
গবেষণার পাশাপাশি একজন গল্পকার, কবি। ও ছড়াকার হিসেবেও তিনি পরিচিত। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিতভাবে লিখে যাচ্ছেন ভিন্ন ভিন্ন। মেজাজের গল্প, কবিতা ও ছড়া। ছােট গল্পের বিষয় বর্ণনায় তিনি ইতােমধ্যে স্বকীয়তার পরিচয় দিয়েছেন। নাগরিক জীবনের পাওয়া না পাওয়া, জীবনের জটিলতা, আনন্দ-বেদনাকে উপজীব্য করে লিখিত তার ছােট গল্পগুলি সাধারণ পাঠকের মন ছুঁয়ে যাবে, সন্দেহ নেই। প্রকাশিত গল্পগ্রন্থ ‘পদ্মাপাড়ের গল্প’ (যৌথ, ২০০৭)।

ঠিকানা