লেখকঃ অধ্যাপক মােহাম্মদ নুরুল ইসলাম

লেখক পরিচিতি

অধ্যাপক মােহাম্মদ নুরুল ইসলাম

অধ্যাপক মােহাম্মদ নুরুল ইসলাম ১৯৪৬ সালে। বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে। তিনি বাংলাদেশ প্রকৌশল। বিশ্ববিদ্যালয় থেকে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ। বিএসসি ইঞ্জিনিয়ারিং | ডিগ্রী লাভ করেন। ১৯৬৮
সালে তিনি একই বিভাগে। লেকচারার হিসাবে যােগদান করার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৭৩ সালে তিনি যুক্তরাজ্যের University of NewCastle Upon Tyne থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৮৩ সালে তিনি । বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক পদে। এবং ১৯৯০ সালে ইনস্টিটিউট অব এপ্রােপিয়েট টেকনােলজি-তে গবেষণা। অধ্যাপক পদে যােগদান করেন। তিনি বিভিন্ন সময়ে ইনস্টিটিউট অব এপ্রােথিয়েট টেকনােলজি’র পরিচালকের দায়িত্ব পালন করেন। প্রফেসর ইসলাম তার কর্মজীবনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায়। এনার্জি বিষয়ক গবেষণা কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৮১ সালে তিনি US National Academy of Sciences.43 Renewable Energy Technology Diffusion in Developing Countries প্যানেলের সদস্য হিসাবে কাজ করেন। এবং ১৯৮২ সালে উক্ত প্যানেলের প্রতিবেদন “Diffusion of Biomass Energy Technologies in Developing Countries” শীর্ষক গ্রন্থ হিসাবে প্রকাশিত হয়।। ১৯৮৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের East-West Centre-এর সাথে । সহযােগিতা কার্যক্রমের অধীনে “Rural Energy to Meet Development Needs : Asian Village Approaches” শীর্ষক বইয়ের যৌথ সম্পাদনা করেন। ১৯৯৩ সালে। তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক সংস্থা Asian and Pacific Development Centre (APDC)-এর সহযােগিতায় "Rural Energy Systems in the AsianPacific-A Survey of their Status, Planning and Management” শীর্ষক বইয়ের যৌথ সম্পাদনা করেন। ১৯৯৩-৯৫ সময়কালে প্রফেসর ইসলাম বাংলাদেশে ন্যাশনাল এনার্জি পলিসি । কমিটির সদস্য হিসাবে কাজ করেন এবং তিনি উক্ত কমিটির ড্রাফটিং উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ জানুয়ারি । গেজেটের মাধ্যমে অনুমােদিত ন্যাশনাল এনার্জি পলিসি প্রকাশিত হয়। ১৯৯৫ সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক সংস্থা Asian and Pacific | Development Centre (APDC)-এর সহযােগিতায় তিনি । “Rural Energy Planning-A Government Enabled Market Based Approach” শীর্ষক বইয়ের যৌথ সম্পাদনা করেন। ১৯৯৫-৯৭ সময়কালে তিনি বাংলাদেশে প্রাকৃতিক। গ্যাসের মূল্য-নির্ধারণের নীতিমালা প্রণয়নের জন্য গঠিত জাতীয় কমিটির । সদস্য হিসাবে কাজ করেন।

ঠিকানা