লেখকঃ প্রফেসর ড. এ.কিউ.এম. বজলুর রশীদ

লেখক পরিচিতি

প্রফেসর ড. এ.কিউ.এম. বজলুর রশীদ

প্রফেসর ড. এ.কিউ.এম. বজলুর রশীদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর কৃষি অনুষদের উদ্ভিদ রােগতত্ত্ব বিভাগের প্রফেসর। ইতােপূর্বে তিনি উক্ত বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পলী উন্নয়ন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম জামিরা’র সম্রান্ত পরিবারে ১৯৫৪ সালে তাঁর জন্ম। তাঁর পিতা প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম হযরত মাওলানা মুহাম্মদ হােসেন এবং মাতা মরহুমা জাহিদা বেগম। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিশেষ কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণের পর তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৬ সালে প্রথম শ্রেণীতে কৃষিতে অনার্স পাশ করেন এবং তখন থেকেই শিক্ষকতা ও গবেষণা পেশায় নিয়ােজিত হন। একই বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স এবং ডেনমার্ক-বাকবি স্যান্ডউইচ প্রােগ্রামে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। ইংল্যান্ডের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিনি ২০০৭-০৮ সালে পােস্ট-ডক্টরাল স্টাডি সম্পন্ন করেন। তিনি দেশের একজন খ্যাতিমান শিক্ষাবিদ, কৃষি বিজ্ঞানী ও গবেষক। আমেরিকা, ইউরােপ ও এশিয়ার বহু দেশ তিনি সফর করেছেন এবং দেশে-বিদেশে পেশাভিত্তিক বহু সমিতি ও সংগঠনের সদস্য। একই সাথে তিনি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বাস্তবতার নিরিখে বিজ্ঞানভিত্তিক কুরআন-হাদীসের গবেষক। তিনি মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, স্কুল, কলেজ সহ অনেক ধর্মীয়, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং পরিচালনা পরিষদের সক্রিয় সদস্য। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে স্বীকৃত বহু জার্নাল ও পত্র-পত্রিকায় তার গবেষণা ও অভিজ্ঞতালব্ধ শতাধিক গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে। এছাড়া তিনি দেশ ও জাতীয় সমসাময়িক প্রেক্ষাপটের ওপর বিভিন্ন দৈনিকের একজন সুপরিচিত লেখক। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের বাউবি’র আনুষ্ঠানিক এবং উপ-আনুষ্ঠানিক প্রােগ্রামের তিনি একজন রিসাের্স পারসন এবং উপস্থাপক। এছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর অন্যান্য টেলিভিশন চ্যানেলে যেমন ITV, DTV ইত্যাদিতে তার জ্ঞানগর্ভ আলােচনা প্রায়ই প্রচারিত হয়ে থাকে। স্ত্রী আখতার জাহান, চার মেয়ে এবং চার ছেলে নিয়ে তার রয়েছে একটি আদর্শ পরিবার।
E-mail: [email protected] Mobile : 01732932609

ঠিকানা