লেখকঃ অলিউল্লাহ নােমান

লেখক পরিচিতি

অলিউল্লাহ নােমান

অলিউল্লাহ নােমান পুরােনাম আবু সাঈদ মুহাম্মদ (এ.এস.এম.) অলিউল্লাহ নােমান। জন্য হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন নােয়াপাড়া ইউনিয়নের
ইটাখােলা গ্রামের সম্রান্ত পরিবারে। বাবা ইটাখােলা সিনিয়র মাদরাসার। সাবেক প্রিন্সিপাল মরহুম মাওলানা সানাউল্লাহ।। মাতা রহিমা বেগম । ৩ ভাই ২ বােনের মধ্যে। সবার বড় তিনি। পারিবারিক জীবনে স্ত্রী ইয়াসমিন। সুলতানা, ২ মেয়ে ফারহানা, ফাইজা ও ছােট ভাই। নাঈমকে নিয়ে বসবাস করছেন ঢাকার খিলগাও। এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। রাষ্ট্রবিজ্ঞানে এম. এস. এস. অধ্যয়নরত অবস্থায়। দৈনিক ‘সবুজ বাংলা পত্রিকা দিয়ে কর্মজীবন। শুরু। শিক্ষাজীবন শেষে পেশা হিসেবে গ্রহণ। করেন সাংবাদিকতাকে। কাজ করেছেন মাসিক। “শিক্ষা বিচিত্রা' ও বার্তা সংস্থা ‘নিউজ। নেটওয়ার্ক'এ। টানা ৮ বছর স্টাফ রিপাের্টার। হিসেবে চাকরি করেন দৈনিক ইনকিলাব পত্রিকায়। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত। হয় দৈনিক আমার দেশ। প্রকশনার শুরুতেই। যােগদান করেন সিনিয়র রিপাের্টার হিসেবে। এর আগে বিচার ও রাজনীতি’ নামে আরাে একটি। বই প্রকাশিত হয়েছে। কাটা তারে অবরুদ্ধ। বাংলাদেশ তার দ্বিতীয় গ্রন্থ। কর্মজীবনে তিনি। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য লাভ করেন। ‘পিআইপি-ইউনিসেফ’ পুরস্কার।

ঠিকানা