লেখকঃ ড. আফতাব আহমাদ

লেখক পরিচিতি

ড. আফতাব আহমাদ

ড. আফতাব আহমাদ এম, এ (ঢাকা, রাষ্ট্রবিজ্ঞান) পিএইচডি (লন্ডন) উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক; মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযােদ্ধা; প্রথম বিরােধী জাতীয় পত্রিকা 'গণকণ্ঠ’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদক; ১৯৭৪-এ গঠিত Civil Liberty and Legal Aid Committee র অন্যতম সংগঠক; ১৯৭৪ এ গঠিত জাতীয় দুর্ভিক্ষ প্রতিরােধ কমিটির অন্যতম সদস্য। আফতাব আহমাদ ১৯৭৪-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিয়ােগ লাভ করেন। কিন্তু রাষ্ট্রীয় হস্তক্ষেপে তার যােগদানে বাধাদান করা হয়। পরবর্তীতে বাতিল। করা হয় এই নিয়ােগাদেশ। ১৯৭৫-এ তিনি শেখ কামাল কর্তৃক অপহৃত হয়ে স্পেশাল ব্রাঞ্চে হস্তান্তরিত হন এবং পরবর্তীতে কারারুদ্ধ হন। প্রায় এক বছর কারাবাসের পর ১৯৭৬-এর মার্চে রীট মামলার ফলে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশে মুক্তি লাভ এবং ১৯৭৭-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে যােগদান করেন। তিনি ১৯৭৪-এ গঠিত Council of Editors এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য; ১৯৭৮-এ Commonwealth. Scholar হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষনাক্রমে। যােগদান করেন। তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত। Development Studies বিভাগের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব। পালন করছেন। তাঁর অন্যান্য পরিচিতি : প্রাক্তন চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান। বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৯৮৬-৮৯); প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৯৯২-৯৫); প্রাক্তন সভাপতি চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি; প্রাক্তন সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । সিনেট ও সিন্ডিকেট; ১৯৯৫ থেকে প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহ-সভাপতি, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান। সমিতি। আন্তর্জাতিক গবেষণা জার্নালসমূহের নিয়মিত Contributor। আফতাব আহমাদ আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অসংখ্যবার ! যােগদান করেছেন। তার Areas of Interests and Specialization : Constitutional Development; Development Studies; Environmental Security;; Sociology of Politics and Development; International Affairs; Political Economy of Regional Co-operation; Public Policy, Political Ecology, Human Settlement, Displacement and Population Migration, US Political System and China Studies. তিনি Centre for Democratic Awareness এর অন্যতম Director.

ঠিকানা