লেখকঃ অধ্যাপক জালাল উদ্দীন

লেখক পরিচিতি

অধ্যাপক জালাল উদ্দীন

অধ্যাপক জালাল উদ্দীন কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত কাজীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি তার মাতুলালয় ভেড়ামারা থানার জুনিয়াদহ গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর জন্ম তারিখ ৪ঠা সেপ্টেম্বর, ১৯৫৫। পিতাখােন্দকার আব্দুল কুদ্স এবং মাতা- রাশেদা বেগমের জীবিত ছয় পুত্র এবং এক কন্যার মধ্যে তার স্থান দ্বিতীয়। পিতা বৃটিশ আমলে ভেড়ামারায় একজন নামজাদা ব্যবসায়ী ছিলেন এবং কলিকাতার সাথে তাঁর ব্যবসা-বাণিজ্যের লেনদেন ছিল। মা রাশেদা বেগম রত্নগর্ভা হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। কবির মাতৃকুলে একজন আল্লাহর অলীর সন্ধান পাওয়া যায়। তাঁর নাম মাওলানা আব্দুস শুকুর। পিতৃকুলও সৈয়দ ইসমাইল হােসেন সিরাজী খান্দানের সঙ্গে আত্মীয়তার বন্ধনে সম্পৃক্ত। ভারত ভাগের পর কবির পিতার ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়ে। ক্রমে তিনি নিঃস্ব হয়ে পড়েন। কঠোর কষ্ট ও সংগ্রামের সঙ্গে তার পিতা-মাতা সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। তাদের কেউ কেউ উচ্চ পদস্থ কর্মকর্তা এবং একজন বৃটেন প্রবাসী। কবি এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর স্ত্রী সাকিলা ফেরদৌসী কলেজে অধ্যাপনা করেন। কবির শৈশব-কৈশাের এবং কলেজ জীবন নিজ গ্রামে কেটেছে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। গ্রামে তাঁর জন্ম। গ্রামীণ ছোঁয়াচের আশীর্বাদ পুষ্ট এলাকায় লেখা-পড়া ও কর্মস্থল তাঁর ভাগ্য লিখন হয়ে ধরা দেয়। কবিকে তাঁর অত্যন্ত- গুণগ্রাহী আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধব ঢাকা বা দেশের বাইরে কর্মক্ষেত্র বেছে নেয়ার কথা বললেও জন্মভূমির সাধারণ মানুষের প্রতি মমত্বের দরুন দেশের পল্লী আশ্রিত অঞ্চলে তিনি বেসরকারী কলেজে অধ্যাপনা পেশায় টিকে যান।

ঠিকানা