লেখকঃ কবি কামরুজ্জামান

লেখক পরিচিতি

কবি কামরুজ্জামান

নব্বই দশকের প্রধান কবিদের অন্যতম কামরুজ্জামান। কবিতা লেখার প্রারম্ভেই দৃষ্টি আকর্ষণ করেন অগ্রজ কবিবৃন্দের। লাভ করেন অকৃত্রিম স্নেহ, ভালােবাসা, নিবিড় বন্ধুতুও। কবিতায় অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষায় বিশ্বাস করেন না কামরুজ্জামান। মস্তিষ্কের কসরতের চাইতে হৃদয়ের প্রাধান্য দিতে আগ্রহী, ফলে কামরুজ্জামানের কবিতা অর্জন করেছে। এমন এক প্রাণশক্তি যা কেবলই হৃদয় থেকে হৃদয়ে সঞ্চারিত শতধারায়। হৃদয়ের প্রতি পক্ষপাতের কারণেই শুরু থেকে মানুষের মুখের ভাষাভঙ্গিকে কবিতা করে তুলতে যত্নবান কামরুজ্জামান। তাঁর কবিতা সম্পর্কে সাম্প্রতিক কাব্যসমালােচক, কবিতাবােদ্ধা, কবিতাপ্রেমীদের কি অভিমত কামরুজ্জামানের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরল কারুকার্যে গভীর বিষয়কে প্রকাশ করতে পারা। চেনা-জানা জগত থেকে কবিতার উপাদান খুঁজে নেয়ার অদ্ভুত কবিচোখ তাঁর। নারীর প্রতি রয়েছে সংযত আবেগ প্রকাশের ইঙ্গিতময় ভাষা। সময়ের, কালের, দেশ ও আন্তর্জাতিকতায় আপন চেতনা মিশিয়ে অনুভব করার ক্ষমতা। নাগরিক জীবনের হতাশা ও চরম জীবন বাস্তবতা এসেছে তাঁর কবিতায় নানা বিষয় বৈচিত্র্যে। এর মধ্যে গড়ে তুলেছেন নিজস্ব এক কাব্য ভাষাভঙ্গি যা তাঁর কবিতাকে প্রদান করেছে ভিন্ন এক সনাক্ত চিহ্ন।

ঠিকানা