লেখকঃ কমােডাের (অব.) এম আতাউর রহমান

লেখক পরিচিতি

কমােডাের (অব.) এম আতাউর রহমান

কমােডাের (অব.) এম আতাউর রহমান নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত প্রভাকরদি গ্রামে সম্রান্ত মিয়া পরিবারে ১৯২৬ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৪৯ সালে তিনি কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ১৯৫০ সালে পাকিস্তান নেভিতে সাব লেফটেন্যান্ট হিসেবে যােগ দেন। ইংল্যান্ডের প্রিমাউথের ম্যানাডন ইঞ্জিনিয়ারিং এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ১৯৫১ সালে । দেশেবিদেশে দীর্ঘ ২৬ বছর নৌবাহিনীতে চাকরির পর ১৯৭৬ সালে কমােডাের হিসেবে নেভি থেকে অবসরগ্রহণ করেন। তার নৌ-জীবনের প্রায় আট বছর কেটেছে জাহাজে, সাগর থেকে সাগরে, বন্দর থেকে বন্দরে। চার বছর। কেটেছে ডিপ্লোম্যাটিক সার্ভিসে লন্ডনে ডেপুটি নেভাল অ্যাডভাইজার হিসেবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ থেকে '৭৩ সাল পর্যন্ত পাকিস্তান সরকার তাঁকে সপরিবারে গৃহবন্দী করে এবং নভেম্বর ১৯৭৩ সালে ICRC-এর। সৌজন্যে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৭৪ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের সচিবের পদমর্যাদায় কাজ করেন এবং ১৯৮৪ সালের ৩১ জানুয়ারি ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অবসরগ্রহণ করেন। অবসরগ্রহণের পরও তার। জীবনের উত্তাল তরঙ্গ আগের মতােই বইতে থাকে। তিনি একাধারে ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে। সংস্থাটির বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন। দীর্ঘ ২৮ বছর যাবৎ মানারাত ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। চলেছেন এবং ২০০১ সালে মানারাত। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন।

ঠিকানা

নারায়ণগঞ্জ