লেখকঃ মােহাম্মদ আব্দুল হামিদ মিয়া

লেখক পরিচিতি

মােহাম্মদ আব্দুল হামিদ মিয়া

মােহাম্মদ আব্দুল হামিদ মিয়া ১৯৬৪ সালের ৩১শে ডিসেম্বর কুষ্টিয়া জেলার হালসায় মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন। স্থানীয় স্কুলে ছাত্র জীবন শুরু করেন এবং ছাত্রাবস্থায় তিনি তার পিতাকে হারান। ছাত্র জীবনে তাকে মা ও ভাইবােনের দায়িত্ব নিয়ে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করতে হয়। তার পিতা একজন সফল ব্যবসায়ী ছিলেন। তৎকালীন আওয়ামীলীগের স্থানীয় নেতা হিসাবে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। এজন্যে তাকে চরম মূল্য দিতে হয়। তিনি পাকিস্থানী সেবাহিনীর হাতে ধরা পড়েন এবং অমানুষিক শারীরিক নির্যাতনের শিকার হন। যুদ্ধে তার অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে যায়। যুদ্ধ এবং স্বাধীনতাত্তোর ঘটনাবলী গােটা পরিবারের উপর মারাত্মক প্রভাব ফেলে। কলেজ জীবনে হামিদ মিয়া, প্রথমে ছাত্রলীগ এবং পরে বাকশালের ছাত্র সংগঠনের সহ-সভাপতি হিসাবে কাজ করেন। এসময় নেতাদের কথা ও কাজের মধ্যে বিরাট পার্থক্য তার সামনে ধরা পড়ে ফলে তিনি ছাত্র রাজনীতি ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় শেষ করে প্রথমে হালসা কলেজে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন কয়েক বছর এবং পরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন। ১৯৯১ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৯২ সাল থেকে তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। ছাত্র জীবন থেকেই তিনি পড়াশুনার পাশাপাশি লেখা শুরু করেন। এ পর্যন্ত তার লেখা ৪টি বই প্রকাশিত হয়েছে। আরও বেশ কয়েকটি বই প্রকাশের পথে। 'সাহসী মরন’ এবং মীরজাফর ও শেখ মুজিবুর রহমানের চরিত্রের সাদৃশ্য” এর কাজ চলছে। আশাকরি খুব শীঘ্রই বই দুটি বাজারে আসবে। ---- কায়সার আহমেদ।

ঠিকানা