লেখকঃ জিয়াউল হক [১]

লেখক পরিচিতি

জিয়াউল হক [১]

কৃষ্টি আর কুষ্টির (পাট) জন্য বিখ্যাত কুষ্টিয়ার। (দৌলতপুর থানা, গ্রাম: ফিলিপনগর) সন্তান। জিয়াউল হক। জন্ম ১৪ই ফেব্রুয়ারি, ১৯৬০। তৎকালিন পাকিস্থান নৌবাহিনীতে কর্মরত পিতার কর্মস্থল করাচিতেই কেটেছে শৈশব, কৈশাের আর। তারুণ্যের দিনগুলি। স্বাধীনতার পর ১৯৭৪ এ বাংলাদেশে প্রত্যাবর্তন। ইংল্যান্ডের ব্রিষ্টল ইউনিভার্সিটি থেকে মেন্টাল হেলথ, ই-এম-আই এবং ডিমেনশিয়া মেনেজমেন্টে এ্যডাপটেশন কোর্স। শেষ করে ইংল্যান্ডেরই একটি বেসরকারি মেন্টাল। হাসাপাতালের ডেপুটি ম্যানেজার এবং ক্লিনিকাল। লীড হিসেবে দীর্ঘদিন চাকুরি করেছেন। অবসর। নিয়ে বর্তমানে ইংল্যান্ডেই স্থায়ীভাবে বসবাস করছেন। নাবিকের নােঙ্গর হয় ঘাটে ঘাটে। শৈশবেই খেলাচ্ছলে কলম হাতে নিয়ে লিখতে বসা। নাবিক পিতার সন্তান জনাব জিয়াউল হকও জীবনের দুই তৃতীয়াংশ সময়ই দেশের বাইরে কাটিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ পেরিয়ে ইংল্যান্ডে স্থায়ীভাবে। অবস্থান করলেও নিয়মিত লেখালেখি করছেন। ধর্ম। ও সমাজ, রাজনীতি ও আন্তর্জাতিকসহ সমসাময়িক। বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ফিচার ও কলাম লিখার পাশাপাশি গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস ও সংগীতসহ সাহিত্যের প্রায় প্রতিটি অংগণেই তার উপস্থিতি দেখতে পাওয়া। যায়। দেশে-বিদেশে বিভিন্ন আঞ্চলিক ও। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সাথেও তিনি। জড়িত রয়েছেন।

ঠিকানা