লেখকঃ এম এ ওয়াহিদ

লেখক পরিচিতি

এম এ ওয়াহিদ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে ১৯৪৪ সালে লেখক এম এ ওয়াহিদের জন্ম।

শৈশবে মাত-পিতহীন এ লেখক মাতুলালয়ে লালিত পালিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন অবসরপ্রাপ্ত। কর্মকর্তা। ছােটবেলা থেকেই তার লেখালেখির ঝোক পরিলক্ষিত হয়। লেখকের প্রকাশিত উপন্যাসের নাম ‘জন্যই আজন্য অপরাধ। ইতিহাসের শাস্তি নামে তাঁর একটি নাট্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া লেখকের বেশ কয়েকটি অপ্রকাশিত পান্ডুলিপি রয়েছে। এগুলাের মধ্যে 'সরসীর আরসি', ‘প্রেমের চিতা জ্বলে', ‘নাট্য চতুষ্টয়', 'মােমের শরীর' এবং 'তবে তাই হােক উল্লেখযােগ্য।

ঠিকানা