লেখকঃ সরকার শাহাবুদ্দীন আহমদ

লেখক পরিচিতি

সরকার শাহাবুদ্দীন আহমদ

সরকার শাহাবুদ্দীন আহমদ ১৯৪৮ সালের ১১ অক্টোবর তৎকালীন ঢাকা জেলা বর্তমানে মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত গজারিয়া থানায় অবস্থিত আড়ালিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নদী ভাঙ্গনের ফলে ১৯৬৪ সালে তাঁর পিতা বসতি স্থাপন করেন দাউদকান্দি থানার অন্তর্গত হরিপুর গ্রামে। তাঁর পিতার নাম তােতা মিয়া সরকার। পারিবারিক অর্থনৈতিক দীনতার কারণে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেননি বটে; কিন্তু নিজ যােগ্যতা, অভিজ্ঞতা ও প্রতিভাবলে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী মুদ্রণ প্রতিষ্ঠান বুক প্রমােশন প্রেস এবং জাতীয় দৈনিক মিল্লাত পত্রিকায় পর্যায়ক্রমে ২৬ বছর যাবত অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৬ থেকে '৯৮ পর্যন্ত তিন বছর উক্ত পত্রিকায় সম্পাদকীয় বিভাগে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। দৈনিক মিল্লাত ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় স্বনামে এবং “ইবনে কাশিম,” ও “রাজহংস” ছদ্মনামে বহু প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি জাতিসত্ত্বা পরিষদের আহবায়ক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সম্মানিত সদস্য। তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বর্তমানে তিনি লেখালেখি নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন।
লেখকের অন্যান্য প্রকাশিত গ্রন্থ • রাহুর কবলে বাংলাদেশের সংস্কৃতি (১ম খণ্ড) • ইতিহাসের নিরিখে রবীন্দ্র-নজরুল চরিত নারী নির্যাতনের রকমফের হাসির মজলিশ
প্রকাশের অপেক্ষায় • রাহুর কবলে বাংলাদেশের সংস্কৃতি (২য় খণ্ড) সাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা ; সেকাল-একাল। ইতিহাস বিকৃতির ইতিবৃত্ত শাসন-শােষণ ও আত্মঘাতী রাজনীতির তিনকাল দর্শন বাংলাদেশের ইতিহাস অভিধান বিবিধ সংলাপ (নির্বাচিত কলাম) • ছহি বড় বুদ্ধিজীবী জঙ্গনামা

ঠিকানা