লেখকঃ প্রফেসর ড. মুহাম্মদ হাশিম কামালী

লেখক পরিচিতি

প্রফেসর ড. মুহাম্মদ হাশিম কামালী

প্রফেসর ড. মুহাম্মদ হাশিম কামালী ১৯৪৪ সালে আফগানিস্তানে যে পরিবারের জন্ম গ্রহণ করেন আফগানিস্তানের আইন ও বিচার বিভাগে দীর্ঘদিন ধরে ওই পরিবারের কাজ করার একটি অভিজ্ঞতা রয়েছে। তিনি কাবুল বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্ৰ অধ্যয়ন করেন এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরে তিনি আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ে পাবলিক অ্যাটনি হিসেবে কাজ করেন। ইউনিভার্সিটির ইসলামিক ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ অলংকৃত করেন। অ্যাসোসিয়েট হিসেবেও কাজ করেন । এ স্ট্যাডি অব কনস্টিটিউশন্স’, ‘ম্যাট্রিমোনিয়াল ল অ্যান্ড দ্য জুডিশিয়ারি' এবং "ফ্রিডম অব এক্সপ্রশন ইন ইসলাম গ্রন্থের লেখক (Leiden, E.J. Brill, 1985)৷ বিশ্বের বিখ্যাত জার্নালগুলোতে লেখকের অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ঠিকানা