লেখকঃ আবু মহামেদ হাবিবুল্লাহ

লেখক পরিচিতি

আবু মহামেদ হাবিবুল্লাহ

বাংলায় ইতিহাস চর্চায় আবু মহামেদ হবিবুল্লাহ এক স্মরণীয় নাম। বাংলাদেশে উচ্চ শিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান আছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
দৃঢ় আদর্শবাদী আবু মহামেদ হবিবুল্লাহ ইতিহাস রচনায় যে নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন সমকালে তা বিরলদৃষ্ট। তিনি ছিলেন স্বাতন্ত্র্যবাদী ইতিহাসবিদ। তাই তথ্যের সমাবেশ অতিক্রম করে তার রচিত ইতিহাস হয়ে উঠেছে নতুনতর এক মানবিক কলা।

 

উপাদান বা হাতিয়ার নয়, সংগঠিত মানুষই যে ইতিহাসের নির্মাতা আবু মহামেদ হবিবুল্লাহ তা বিশ্বাস করতেন এবং তার বিস্তৃত ইতিহাসচর্চায় এ দৃষ্টিভঙ্গির অগ্রবর্তী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তার কাজের ক্ষেত্র ছিল বিশাল-বিস্তৃত। বাংলা অঞ্চল, ভারত উপমহাদেশের ইতিহাস প্রণয়নের পাশাপাশি গোটা বিশ্ব ইতিহাসের গতিবিধির তিনি ছিলেন নিষ্ঠ পর্যবেক্ষক।

ইতিহাসের সামাজিকীকরণে বিশ্বাসবোধ থেকেই তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের প্রতিষ্ঠায় উদ্যোগী হন। সাধারণ মানুষের কাছে ইতিহাসকে পৌঁছে দেয়ার জন্যে সচেষ্ট ছিলেন আবু মহামেদ হবিবুল্লাহ।

ঠিকানা