লেখকঃ মুহাম্মদ ফারুকে আজম চৌধুরী

লেখক পরিচিতি

মুহাম্মদ ফারুকে আজম চৌধুরী

চট্টগ্রামের ফটিকছড়ি থানার রাঙ্গামাটিয়া গ্রামের ঐতিহ্যবাহী ছবির মােহাম্মদ চৌধুরী বাড়ির ভ্রান্ত পরিবারে মুহাম্মদ ফারুকে আজম। চৌধুরীর জন্ম, ১৯৫১ সালে। বাবা মরহুম জামাল আহমদ চৌধুরী ও মাতা মরহুম। আয়েশা সিদ্দিকা। '৬৯ এর আইউব-বিরােধী আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। স্থানীয় বাের্ড স্কুল, ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসা, ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা, দারুল উলুম আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম, এম, ই, এস কলেজ, ঢাকা আলিয়া। মাদ্রাসা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা। স্বভাব সমাজকর্মি; প্রবাস জীবনেও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।মুসলিম স্বার্থ চেতনায় উজ্জীবিত; এ যাবত বসনিয়া, চেচনিয়া, কাশ্মির, আলজেরিয়া, তুরস্ক ও মধ্য এশিয়ার ওপর বিভিন্ন পত্র-পত্রিকায় আন্তজাতিক মানের প্রবন্ধ প্রকাশিত হয়েছে। লেখকের পরবর্তী বই ‘কাশ্মিরে নারী নির্যাতন : একটি সমীক্ষা।

ঠিকানা