লেখকঃ সিরাজুর রহমান

লেখক পরিচিতি

সিরাজুর রহমান

সিরাজুর রহমান জন্ম নােয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রহমতপুর গ্রামে ১৯৩৪ সালে । স্কুল জীবন কলকাতায়। সাংবাদিকতার শুরু তখন থেকেই। পূর্ণ কালীন সাংবাদিকতা ১৯৫০ সালে ঢাকা থেকে। অর্ধ সাপ্তাহিক পাকিস্তান, দৈনিক জিন্দেগী, দৈনিক ইনসাফ, দৈনিক মিল্লাত, পাকিস্তান অবজারভার ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতা। প্রধান সম্পাদক হিসাবে বৃটিশ ইনফরমেশন সার্ভিসের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়। বিবিসি বাংলা বিভাগে যােগদান। জানুয়ারী ১৯৬০, অবসর গ্রহণ ফেব্রুয়ারী ১৯৯৪। মুক্তিযুদ্ধে বিশ্ব মিডিয়া সংযােগের দায়িত্ব পালন করেছেন। কলাম লেখক হিসাবে তার জনপ্রিয়তা বিপুল। লন্ডন ও নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। স্ত্রী সােফিয়া। রহমান অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক। পুত্র সাইফুর রহমানের মৃত্যু ২০১১ সালে, কন্যা নাজনীনের ২০০২ সালে। চার মহাদেশে বহু। দেশ সফর করেছেন। গত ১ জুন ২০১৫ সােমবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ঠিকানা

নােয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রহমতপুর গ্রাম