লেখকঃ মোঃ আব্দুল ওয়াহাব

লেখক পরিচিতি

মোঃ আব্দুল ওয়াহাব

মোঃ আব্দুল ওয়াহাব পাবনা জেলার বেড়া থানার জোড়দহ গ্রামে ৩১ মার্চ ১৯২৯ইং তারিখে জন্মগ্রহণ করেন । পিতা। মরহুম জুড়ান উদ্দীন প্রমাণিক মাতা মরহুম রিজিয়া বেগম । তিনি ১৯৪৬ সালে বেড়া বি.বি. ইংলিশ হাই স্কুল বর্তমান বি.বি. পাইলট উচচ বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে। ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৪৮ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ বর্তমান ঢাকা কলেজ থেকে ২৮তম স্থান অধিকার করে। প্রথম বিভাগ পেয়ে আই.এস.সি. পাস করেন । অতঃপর এক সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। দুই বৎসর অধ্যয়ন। করার পর M.B.B.S. ১ম বর্ষ পরীক্ষার পূর্বে তাঁর পিতা মাৱ৷ যান। পিতৃবিয়োগজনিত কারণে অর্থনৈতিক অনটনে পড়াশুনা ছেড়ে দিয়ে প্রায় দুই বৎসর অর্ডন্যাল-ডিপোতে চাকরি করেন ।

১৯৫৪ সালে দ্বিতীয় শ্রেণীতে বি.এস.এস. পাস করেন।

১৯৫৫-৫৬ সালে একটানা দশ মাস প্রক্ষাঘাত রোগে ভোগার পর চািৰ ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে যান। 

১৯৯১ সােল । তিনি চাকরি হতে অবসর গ্রহণ করেন । বর্তমানে অবসান না । ও লেখালেখি করে সময় কাটাচ্ছেন ।

ঠিকানা