লেখকঃ মুহাম্মদ সিদ্দিক

লেখক পরিচিতি

মুহাম্মদ সিদ্দিক

লেখক মুহাম্মাদ সিদিক একজন গবেষক, কলাম লেখক ও সাবেক কূটনীতিক। তাঁর লেখা প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের সংখ্যা ৩৫ ৷৷ এগুলো দর্শন, তুলনামূলক ধর্মতত্ত্ব, ইতিহাস, আন্তজাতিক বিষয়, রাজনীতি, শিল্প-সংস্কৃতিসাহিত্য, সফর ইত্যাদি সংক্রান্ত। বহু বিষয়ের উপর লেখালেখি করলেও তাঁর লেখার মূল সুর হলো- ইসলামী আদর্শ, মুসলিম ইতিহাস-ঐতিহ্য ও মুসলিম বিষয়কে সামনে তুলে ধরা, কারণ এক শ্রেণীর চক্রান্তকারী মিডিয়া তথ্য বিকৃত করে চলেছে । তিনি সস্ত্রীক পবিত্র হজ্ব পালন করেছেন ১৯৯৭ সালে। তাছাড়া তিনি সস্ত্রীক একুশটির মত দেশ ভ্ৰমণ করেছেন। যার মধ্যে উল্লেখ্যযোগ্য হলোস্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালীসহ সমগ্র পশ্চিম ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডা। তিনি বগুড়ায় জন্ম গ্ৰহণ করেন। শিক্ষা ক্ষেত্রে তিনি এমএ, বিএ (অনার্স), এলএলবি ডিগ্ৰী গ্ৰহণ করেছেন।

ঠিকানা