লেখকঃ অধ্যাপক মফিজুর রহমান

লেখক পরিচিতি

অধ্যাপক মফিজুর রহমান

১ জুলাই ১৯৫১ ইং জনাব অধ্যাপক মফিজুর রহমান চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মঘাদিয়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। ছােট্যবস্থায় তিনি পিতাকে হারান তার নাম ছিল
আলহাজ গােলাম রাসুল ভুইয়া। চেয়ে তার পিতা ছিলেন নিষ্ঠাবান। মুসলমান শিক্ষিত ও স্বচ্ছল একজন চাষী ও ব্যবসায়ী। তির স্নেহময়ী আম্মা জরিদা খাতুনের একান্ত স্নেহমমতায় তিনি বেড়ে উঠেন। সারেং পাড়ার । ফোরকানিয়া মাদ্রাসায় একান্ত দ্বীনি পরিবেশে তার। পড়ালিখার জীবন শুরু হয়। ১৯৬৭ সালে আবুতােরাব উচ্চ বিদ্যালয় থেকে তিনি কতিত্বের সাথে এস,এস,সি, পাশ করে চট্টগ্রাম কলেজে এইচএসসিতে ভর্তি হন। পরে নিজামপুর কলেজ থেকে ডিগ্রী পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে মাষ্টার্স করেন। পরে ১৯৭৮ সালে বিশ্ববিদ্যালয়ের পড়া সমাপ্তি করেন ও ১৯৮৪ ইং থেকে বােয়ালখালী এস আই ডিগ্রী। কলেজে ইংরেজী সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। সে থেকে অদ্যাবধি তিনি অধ্যাপনায় নিজকে নিয়ােজিত রেখেছেন। ছােট বয়স থেকে তিনি ছিলেন নামাজি ও ইসলামী অনুশাসনের d}অনুসারী কলেজ জীবনে তিনি ছাত্র রাজনীতিতে।
সক্রিয় হন। চট্টগ্রামের ছাত্র ইসলামী আন্দোলনে তুখােড় ছাত্রনেতা হিসেবে প্রতিভাত হন। দুইবার কারাবরণ করেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও তিন সেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি ছিলেন। কর্মজীবনে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে সক্রিয় থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এখনও তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুবার সদস্য ও উত্তর জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন বহু স্কুল, ক্লাব ও সামাজিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি কোরানহাদীসের নিরলস গবেষক ও অন্যতম একজন দায়ী। ইলাল্লাহ ।( অসংখ্য পথহারা তরুন তার আলােচনা শুনে।
ও সংস্পর্শে এসে হেদায়তের পথ খুঁজে পেয়েছে। [ প্রচলিত দ্বীনি মাদ্রাসায় না পড়লেও আলেমেরা তাকে
ভালবাসেন ও শ্রদ্ধার নয়নে দেখেন। আল্লাহতায়ালা তার মধ্যে সমাবেশ ঘটিয়েছেন অনেক গুণাবলীর। তিনি লিখার জগতেওঁ পরিচিত ব্যক্তিত্ব। তার লিখা “কোরআনের আয়নায় বিম্বিত রাসুল” ইতিমধ্যে আলােড়ন সৃষ্টি করেছে। তিনি ভারত, সৌদিআরব ও আমীরাত ইত্যাদি দেশে সফর করেছেন। আর তার সুস্বাস্থ্য ও সুন্দর কর্মময় জরীন ও নেক হায়াতের জন্যে মুনাজাত করছি।

ঠিকানা