লেখকঃ তৌফিক জহুর

লেখক পরিচিতি

তৌফিক জহুর

আমাদের নব্বই দশকের বাংলা সাহিত্য | সত্যিকার অর্থে সমৃদ্ধময় আলোকিত দশক। বাংলা সাহিত্যে এত কবি এর আগে আর কখনো আসেনি। কথাসাহিত্য-গল্প-অনুগল্পও এ দশকে চর্চা । তবে প্রবন্ধ চর্চা এ দশকে হয়েছে নগন্য সংখ্যক মেধাবী তরুণের দ্বারা।
আধুনিক বাংলা সাহিত্যে কবি আল মাহমুদকে নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। কবি আল ৷ মাহমুদের সাহিত্য ভান্ডার আমাদের সামনে । বিশুদ্ধভাবে পাখা মেলে দিয়েছে তৌফিক, জহুরের ভাষার ঠাস বুননে ও চিন্তার সততায় । আল মাহমুদ গবেষক হিসেবে তাকে নিঃসন্দেহে চিহ্নিত করা । যায় ।
পতিটি প্রবন্ধে রয়েছে আলাদা মেজাজ ও মননের ছাপ। সমালোচনামূলক প্ৰবন্ধ হলেও পাঠক শুরু করলে এর রস আস্বাদন না করে থামতে চাইবেন। না। এটি আমাদের বিশ্বাস ।

ঠিকানা