লেখকঃ সাজ্জাদ হোসাইন খান

লেখক পরিচিতি

সাজ্জাদ হোসাইন খান

একজন কবি যখন গদ্য লেখক তার আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। কবির সঙ্গে যখন যুক্ত হয় সাংবাদিকের পেশাগত দীর্ঘ অভিজ্ঞতা তখন এর গুরুত্ব আরো বেড়ে যায়। পাঠক সািজজাদ হোসাইন খানের গদ্যের মধ্যে পাবেন। কবির শব্দচয়নের শিল্পবোধ ও একাগ্ৰত। এবং সমাজ দেখার চোখ ও বিশ্লেষণী শক্তি। তাই "কালের কলধ্বনি' পাঠের অর্থই হলো পাঠক লাভ করবেন এমন এক দৃষ্টিভঙ্গি যা বহু শ্ৰম-সাধনা ও সময়ক্ষেপণের পর অর্জন করা সম্ভব । এ বইয়ের প্রতিটি বাক্য সুচিন্তিত: প্রতিটি বাক্য তার শরীরের মধ্যে ধারণ করে আছে চিন্তার গভীরতা ও ব্যঞ্জনার আভিজাত্য | কবিতার মতোই গদ্যগুলোর দেহ লাবণ্যময় কিন্তু নির্মেদ; এখানে চিন্তা আছে ঠিকই, কিন্তু আবেগহীনতা ভাষাকে আড়ষ্ট করেনি। এ বইয়ের গদ্যে আছে পরিমিতি, আছে। সাবলীলতা; মননশীল পাঠককে দেবে। গদ্যপাঠের বৃদ্ধিবৃত্তিক আনন্দ।

ঠিকানা