লেখকঃ অধ্যাপক একেএম বেলাল আহমদ

লেখক পরিচিতি

অধ্যাপক একেএম বেলাল আহমদ

অধ্যাপক একেএম বেলাল আহমদ ১৯৫৬ইং সালের ১লা জানুয়ারি নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী পৌরসভাধীন কাঠালী গ্রামে সন্ত্ৰান্ত মিয়া বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম একেএম নূরুল হক মাস্টার প্রখ্যাত শিক্ষক ও সমাজকর্মী ছিলেন। মাতা মরহুমা সুফিয়া খাতুন ছিলেন গৃহিনী। পিতামহ মরহুম হােছন আলী মিয়া ছিলেন একজন ব্যবসায়ী। ছোট বেলা হতেই তিনি পারিবারিকভাবে ধমীয় ভাবধারায় গড়ে উঠেন। তার পিতা রামপুর প্ৰাথমিক বিদ্যালয় ও কৌশল্যারিবাগ প্ৰাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকার সুবাদে প্রথমে তিনি রামপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন। দুই বছর পর তিনি কৌশল্যারবাগ প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে ভর্তি হয়ে ১৯৬৬ সালে কৃতিত্বের সাথে ৫ম শ্রেণি হতে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হন। ১৯৭২ইং সালে তিনি সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি এবং ১৯৭৪ ইং সালে সোনাইমুড়ী কলেজ হতে এইচএসসি পাস করেন। ১৯৭৯ ইং সালে তিনি চৌমুহনী এস.এ কলেজ হতে বি.এ পাস করেন এবং ১৯৮৫ ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৯২ ইং সালে ফেনী টি.টি কলেজ হতে বিএড ডিগ্রি প্রাপ্ত হন।
জনাব বেলাল আহমদ ১৯৮৫ইং হতে ২০১৫ইং পর্যন্ত দীর্ঘ ৩০ বছর শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন। প্ৰথমে ১৯৮৫ ইং সালে হিসেবে যোগদান করার পর ১৯৯৪ ইং পর্যন্ত দায়িত্ব পালন করে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। পরবর্তী দীর্ঘ ২২ বছর হিসেবে দায়িত্ব পালন করার পর ২০১৫ইং সালে অবসরগ্রহণ করেন। তিনি ২০০২ ইং সালে পবিত্র হজ্বব্রত পালন করেন এবং ২০১৪ইং সালে পুনরায় হজ্বে বদল পালন করেন। বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও ইসলামি জ্ঞান চর্চায় নিয়োজিত আছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী ।

ঠিকানা