লেখকঃ ইমরান নযর হোসেন

লেখক পরিচিতি

ইমরান নযর হোসেন

ইমরান নজর হোসেন (عمران نظر حسين) একজন ইসলামিক পণ্ডিত , লেখক এবং দার্শনিক, ইসলামি পরকালবিদ্যা, বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং আধুনিক সামাজিক-অর্থনৈতিক / রাজনৈতিক বিষয়গুলিতে বিশেষজ্ঞ।তিনি পবিত্র কুরআনে জেরুজালেম ও অন্যান্য গ্রন্থের লেখক। 

হোসেন করাচিতে আলিমিয়া ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজের প্রিন্সিপাল ও নিউইয়র্কের লং আইল্যান্ডের দার আল কুরআন মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘ
তিনি দশ বছর যাবত ম্যানহাটনের জাতিসংঘ সদর দফতরে প্রতি মাসে একবার সাপ্তাহিক জুমার নামাজে ইমামতি করেন এবং খুৎবা দেন। 

ঠিকানা

জন্ম ১৯৪২ (বয়স ৭৬–৭৭) ত্রিনিদাদ ও টোবাগো
ওয়েব - www.imranhosein.org