লেখকঃ এ.কে.এম. রফিক উল্লাহ চৌধুরী

লেখক পরিচিতি

এ.কে.এম. রফিক উল্লাহ চৌধুরী

এ.কে.এম. রফিক উল্লাহ চৌধুরী এ শতাব্দীর বিশ দশকের গোড়ার দিকে সন্দ্বীপে একটি অত্যান্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি দ্বিতীয় শ্রেণীতে শুধু একটি বছর সন্ত্রীপের কাঠগড় গােলাম নবী বিদ্যালয়ে অধ্যয়নের পর চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে ১৯৩৩ সালে ভর্তি হন। তার   বাকী ছাত্রজীবন কাটে চট্টগ্রাম সরকারী মুসলিম হাই স্কুল, কোলকাতা সরকারী ইসলামীয়া কলেজ ও কোলকাতা সিটি কলেজে। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় সমীপে ব্ৰাণ কাজের মাধ্যমে তাঁর সামাজিক কাজ শুরু হয়। স্কুল জীবন থেকেই "নিখিল বঙ্গ মুসলিম ছাত্র লীগের" উৎসাহী সদস্য ছিলেন। ১৯৪০ সালের পর থেকে পাকিস্তান আন্দোলনে যোগ দিয়ে তিনি মুসলিম লীগের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তমদ্দুন মজলিসের আদর্শে অনুগ্রাণিত হয়ে তার সক্রিয় কমী হিসেবে কাজ শুরু করেন। ১৯৫৩ সালে খেলাফতে রব্বানী পাটি প্রতিষ্ঠার পর উক্ত রাজনৈতিক দলে যোগদান করেন। খেলাফতে রব্বানীর চট্টগ্রাম জেলা সম্পাদক, কেন্দ্রীয় প্রেসিডিয়াম-এর সদস্য ও ১৯৫৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সেক্রেটারী জেনারেল হিসেবে কাজ করেন তিনি। ১৯৭৭ সালে নেজামী ইসলাম, জামায়াতেইসলামী,P.D.P, ওখেলাফতে রন্ধানী পার্টির সমন্বয়ে "ইসলামিক ডেমোক্রেটিক লীগ” গঠিত হলে তিনি অন্যতম কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭৯ সালে সন্ত্রীপ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে জেনারেল এরশাদের মার্শল ল ঘোষণা পর্যন্ত জাতীয় সংসদের সদস্য হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে সন্দ্বীপ নির্বাচনিয় এলাকা থেকে নির্বাচিত হয়ে জেনারেল এরশাদের মার্শাল লো ঘোষণা পর্যন্ত জাতীয় সংসদের সদস্য হিসেবে কাজ করেন। ১৯৮০ সালে “বাংলাদেশ-ইসলামী রাষ্ট্র” সংসদীয় গ্রুপের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।  ১৯৮৫ সালে প্রথম উপজেলা নির্বাচনে সমীপ উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং ১৯৮৯ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে অবশ্য তিনি কোন রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে জড়িত নন।

তিনি “কোলকাতা সন্দ্বীপ এসোসিয়েশন”- এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং চট্ট্রগ্রামস্থ জামিয়াতুল ফালাহর   প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রামস্থ জমিয়াতুল ফালাহর প্রতিষ্ঠাতাসম্পাদক। চট্টগ্রাম মুসলিম সোসাইটির সাথে ৪৮বছর পর্যন্ত সক্রিয়ভাবে জড়িত রয়েছেন তিনি। এখন বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত আছেন।

 

ঠিকানা