লেখকঃ আফজাল চৌধুরী

লেখক পরিচিতি

আফজাল চৌধুরী

আফজাল চৌধুরীর (১৯৪২-২০০৪) কবিতা বরাবরই স্বদেশী ও স্বধর্ম চেতনায় সমৃদ্ধ। ইসলামের নব-উত্থান । প্রত্যাশী এই কবির কবিতায় সমসাময়িক ঘটনাবলী যেমন নান্দনিক হয়ে ওঠেছে তেমনই নিকট ইতিহাসও বাঙ্ময় হয়েছে তির্যক তী, ও অনুসন্ধানী ভাব ও ভাষায় । বর্তমান দ্বান্দ্ৰিক কাল-লগ্নে নিকটইতিহাসের সেই সোনালি অধ্যায়ের সফল প্রতিস্থাপন ছিল তার আমরাণ area ‘এই ঢাকা এই জাহাঙ্গীরনগর" মৃত্যুর পূর্বে লেখা তার সর্বশেষ কাৰ্যকীর্তি ।

ঠিকানা