লেখকঃ ড. এম উমর চাপরা

লেখক পরিচিতি

ড. এম উমর চাপরা


ডািস্টর মুহাম্মদ ওমর চাপড়া একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং নিষ্ঠাবান ইসলামী সকলার। তিনি ১৯৬১ সালে মনোটারী ইকোনমিক-এর উপর ডকণ্টরেট ডিগ্ৰী লাভ করেন। ইসলামের মূল উৎস। কুরআন-সুন্নাহ থেকে সরাসরি জ্ঞান লাভের জন্য কঠোর পরিশ্রম করে তিনি আরবী ভাষা শিখেন এবং ইসলাম সম্পর্কে ব্যাপক অধ্যয়ন করেন। এভাবেই তার মধ্যে ইসলামী ও পাশচাত্য জ্ঞানের এক অপূর্ব সমাবেশ ঘটে।
ছাত্র জীবনে ডক্টর চাপড়া ছিলেন অসাধারণ মেধার অধিকারী। তিনি ১৯৫০ সালে প্রবেশিকা পরীক্ষায় করাচী ও সিন্ধু-এর মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্হান অধিকারের গৌরব অর্জন করেন। ১৯৫৬ সালে করাচী বিশববিদ্যালয় থেকে এম.কম পাশ করার পর তিনি উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং ১৯৬১ সালে “মিনেসোটা বিশববিদ্যালয়, মিনিয়াপোলিস থেকে অর্থনীতিতে পিএইচ, ডি, ডিগ্রী লাভ করেন। বিশববিদ্যালয়ে তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য বিভাগীয় প্রধান উক্ত বিশববিদ্যালয়ে পঠিত দেশ-জাতি নির্বিশেষে সকল শিক্ষার্থীর মধ্যে সেরা ছাত্র বলে তার প্রশংসা করেন।
ডািস্টর ওমর চাপড়া শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রে বেশ কটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আমেরিকার উইসকনসিন স্টেট ইউনিভার্সিটি অব কেনটাকী-তে অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষাদান করেন। এক সময়ে তিনি পাকিস্তান ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকে পাকিস্তান ডেভেলপমেন্ট রিভিউ-এর সিনিয়র অর্থনীতিবিদ ও সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন। অতঃপর পাকিস্তান ইন্সটিটিউট অব ইসলামিক রিসার্চ-এ রীডার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সৌদি এরাবিয়ান মনোটারী এজেন্সীতে ইকোনমিক এডভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। বিগত ২৩ বছর যাবৎ তিনি অত্যন্ত সাফল্যের সাথে এ দায়িত্ব পালন করে আসছেন। ”
বস্তুতঃ  শিক্ষা, গবেষণা এবং নীতি নির্ধারণ ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের বিরাট সুযোগ ডঃ চাপড়া পেয়েছেন। তিনি অর্থনীতি ও ফাইন্যান্স-এর উপর বহু সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশ গ্রহণ করেছেন। এসব সেমিনার ও সম্মেলনে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমান নিবন্ধটিও তার এ প্রচেস্টারই ফসল।

ঠিকানা