লেখকঃ জাকির আবু জাফর

লেখক পরিচিতি

জাকির আবু জাফর

কবি হিসেবে তিনি যেমন খ্যাতি অর্জন করেছেন তেমনি অনেক নন্দিত গান লিখে গীতিকার হিসেবেও সমানভাবে জনপ্রিয়। এছাড়া লিখছেন ছড়া, উপন্যাস, থিলার ও প্রবন্ধ। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থগুলাে হচ্ছে কিশাের কবিল চাঁদের ভেলা, কবিতা কালের সমুদ্র, নন্দিত বেদনা মুখোমুখি আজীবন, ছড়া দোয়েল পাখির গান ফুলে ফুলে দুলে দুলে উপন্যাস জোসনারা সারারাত। জন্য ফেনীর সােনাগাজীতে। সেখানেই শৈশব কৈশাের কেটেছে। উচ্চ মাধ্যমিক ফেনী শহরে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লােক প্রশাসন। বিভাগ থেকে কৃতিত্বের সাথে এম এস এস করেছেন। কৈশাের। থেকেই কবিতার সাথে সম্পর্ক। এ সম্পর্ক দিনে দিনে ভালােলাগা এবং ভালােবাসার ডালপালা মেলে সাহিত্যের সব শাখায় । নব্বই দশকে যারা প্রতিভাবান ও মেধাবী কবি হিসেবে ইতােমধ্যেই চিহ্নিত জাকির আবু জাফর তাদের অন্যতম। নির্ভুল দুন্দ, নান্দনিক উপমায় তার কবিতা যেমন সুখপাঠ্য তেমনি তার কাব্যময় সংগীত ও হৃদয় ছোঁয়া। সংগীতের এই কাব্য গুণেই জাকির আবু জাফর গীতিকার হিসেবে। স্বাতলে উজ।

আধুনিক বাংলা সংগীতের ধারা। আশির দশকের শুরু থেকে এক নতুন মাত্রায় উজ্জ্বল হয়ে ওঠে। প্রকৃতি, প্রেম আর বিশ্বাসের নিগুঢ় চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সংগীতাঙ্গনকে ভিন্ন স্বাদ এবং সুরে বিকশিত করে তােলে একদল সংগ্রামী প্রতিভাবান তরুণ গীতিকার। মননশীল কবিদের হাতের ছােয়ায় সংগীতাঙ্গন হয়। সুষমামন্ডিত। আশির এই সূচনা নব্বই দশকে অনেকটাই পরিপূর্ণতা লাভ করে। কবি জাকির আবু জাফর নব্বই দশকের একজন বিশ্বাসী মেধাবী কবি গীতিকার। জাকির আবু জাফর মূলত একজন কবি। তার কবিতায় আধ্যাত্নিকতা। ও রােমান্টিকতা যেমন শৈল্পিক এবং নান্দনিকভাবে প্রস্ফুটিত, = তেমনি তার সংগীত ও বিশ্বাসী চেতনায় হৃদয়বৃত্তি এবং প্রকৃতির নিপুণ সৌন্দর্যকে ধারণ করে হয়েছে প্রাণস্পর্শী । এক কথায় বলা যায় তার সংগীত কাব্য স্বাদে সমৃদ্ধ ।। কবি জাকির আবু জাফরের সংগীতের বিষয়বস্তুতেও রয়েছে ব্যাপক বৈচিত্রময়তা। কবিতার মতই তার সংগীতের বিষয়বস্তু হিসেবে মানব মানবীয় প্রেম যেমন এসেছে, প্রকৃতি, দেশপ্রেম 'ইতিহাস ঐতিহ্য ও এসেছে খুব
বলি তাণে। তবে আধ্যাত্নিক চেতনাই তাৰ সংগীতকে গেছে মহিমাণিত।

ঠিকানা