লেখকঃ ইসমাঈল রাজী আল ফারুকী

লেখক পরিচিতি

ইসমাঈল রাজী আল ফারুকী

মরহুম ডঃ ইসমাঈল রাজী আল ফারুকী (১৩৩৯-১৪০৬/১৯২১-১৯৮৬) ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের একজন অথরিটি হিসাবে ব্যাপকভাবে সুপরিচিত। তার জন্মভূমি, ফিলিস্তিনে কলেজী শিক্ষা সমাপনের পর তিনি বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে (দর্শনে বি, এ), ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে (দর্শনে এম, এ), হার্ভাড বিশ্ববিদ্যালয়ে (দর্শনে এম, এ), ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় (দর্শনে পি. এইচ, ডি) ডিগ্ৰী লাভ করেন এবং পরে আল আযহার বিশ্ববিদ্যালয়ে ইসলাম ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে খ্ৰীষ্টানধর্ম ও ইহুদী ধর্মের উপর পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রী লাভ করেন। একারণে ইসলাম, খ্ৰীষ্টধর্ম ও ইহুদীধর্ম সম্পর্কে আলোচনায় কৃতবিদ্যা সমসাময়িক স্বল্পসংখ্যক মুসলিমপন্থীদের মধ্যে তিনি অন্যতম ।
ডঃ ফারুকী ছিলেন একজন অতিশয় সক্রীয় পন্ডিত। ইসলামিক সন্টাডিজের ভিজিটিং অধ্যাপক এবং আবাসিক অধ্যাপক হিসাবে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে (১৩৭৮-১৩৮১/১৯৫৮১৯৬১), করাচীর ইসলামিক ইনস্টিটিউট অব ইসলামিক রিসার্সের (১৩৮১-১৩৮৩/ ১৯৬১১৯৬৩) অধ্যাপক হিসাবে, সিরাডিজ বিশ্ববিদ্যালয়ে (১৩৮৪-১৩৮৮/ ১৯৬৪-১৯৬৮) সহকারী অধ্যাপক হিসাবে এবং টেম্পল ইউনিভার্সিটিতে (১৩৮৮-১৪০৬/ ১৯৬৮-১৯৮৬), ধর্ম বিষয়ক অধ্যাপক হিসাবে কাজ করার সময়ে তিনি বহু সংখ্যক পান্ডিত্যপূর্ণ জার্ণািল ও ম্যাগাজিনে একশতর উপরে জ্ঞানগর্ভ প্রবন্ধ লিখেন, আরো লিখেন পচিশটি গ্রন্থ, যেমন- Historic/ Atlas of Religions of the World Trialogue of the Abrahamic Faiths. Christian Ethics, A Historical and Systematic Analysis of its Dominant Ideas, and a monumental work entitled The Cultural Atlas of Islam.
শেষোক্ত গ্রন্থটি তিনি তার স্ত্রী ডঃ লুই লেমিয়া আল ফারুকী সহ যুগা প্রচেষ্টায় রচনা করেন।
এইসব একাডেমিক কর্মকান্ডের মধ্যেও তিনি কখনো জনবিচ্ছিন্ন হয়ে গজদন্ত মিনারে বাস করেননি। তিনি ধর্ম বিষয়ক আমেরিকান একাডেমীর ইসলামিক সন্টাডিজ গ্রুপ প্রতিষ্ঠা করে দশ বছর তার সভাপতিত্ব করেন। তিনি আন্তধর্মীয় Peace Colloquium মুসলিম-ইহুদী-খ্রিষ্টান কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং শিকাগোর আমেরিকান ইসলামিক কলেজের প্রেসিডেন্ট ছিলেন । তাছাড়া তিনি বহু একাডেমিক সংস্থা ও সোসাইটির সক্রীয় সদস্য ছিলেন এবং অনেকগুলো উচ্চমানের জাৰ্ণালের সম্পাদকমন্ডলীর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন । তিনি ইসলামিক বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক ও উদেষ্টা হিসাবে কাজ করেছেন ।

ঠিকানা